ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

লেখার টাইটেলটা কিছুটা শিবরাম চক্রবর্তির গল্পের টাইটেলের মত মনে হতে পারে। গল্পই বটে, জীবন্ত গল্প। ঘটনাটি শুরু থেকেই বলি। তা নাহলে আবার বলবেন শুরুটাতো শুনলাম না।

২০০৮ সালের নভেম্বর মাস থেকে ইন্টারনেট লাইনের গতি এতই ধীর হয়ে গেল যে প্রতিদিনই মেজাজ গরম থাকতো। বউয়ের সাথেও মেজাজ খারাপ করতাম। কিছু দিন পরে পোস্ট পেইড সীম কিনলাম একটা। এবার কাস্টমার কেয়ারে ফোন করলাম। প্রিপেইড দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলে মজা নেই। খালি বুকের মধ্যে ধুক ধুক করে কখন ব্যালেন্স শেষ হয়ে যায়। পোস্ট পেইড দিয়ে অভিযোগ করতে থাকলাম দু দিন পর পর।

প্রতিদিন নতুন একজন কাস্টমার ম্যানেজারের সাথে কথা হয়। বলে- আপনার অভিযোগটি রাখছি, আশা করি শিঘ্রই ঠিক হয়ে যাবে। এক মাস পরে ইন্টারনেট লাইনের গতি আবার আগের মত হলো। ভালই স্পীড। ২০ কিলো বাইট থেকে ২৫ কিলো বাইট। কাস্টমার কেয়ার থেকে একজন ফোন করে জিজ্ঞেস করলো- স্যার আপনার ইন্টারনেট সমস্যা সমাধান হয়েছে? আমি বললাম, জী হয়েছে। লোকটার কাছে আরো জানতে পারলাম আমার এলাকার বিটিএস টাওয়ারে নাকি একটা নতুন ডিভাইস বসানো হয়েছে। তারই ফল সরূপ আমি ভালো স্পীড পাচ্ছি। আলহামদুলিল্লাহ।

ওমা, দুদিন পর থেকে দেখি আরেক সমস্যা। হঠাৎ হঠাৎ ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম আমার সেটের সমস্যা। আমার বন্ধুদের কয়েকটা সেট দিয়ে চেষ্টা করলাম। নাহ, সেটে সমস্যা না। কম্পিউটার এবং অপারেটিং সিসটেম পরিবর্তন করে দেখলাম। নাহ, সেটাও ঠিক আছে।

এবার স্থান পরিবর্তন করে দেখলাম। আমি থাকি গাজীপুরে। ঢাকায় ডিসকানেক্ট সমস্যা নেই। মোহাম্মাদপুরে, গুলশানে, যাত্রাবাড়ীতে কোনো সমস্যা নেই। নাখাল পাড়ায় ডিসকানেক্ট সমস্যা আছে। নাখাল পাড়ায় একদিন ৭/৮ ঘন্টার মত ছিলাম।

এবার শিওর হলাম সমস্যাটা আমার কম্পিউটার কিংবা সেটের নয়। নেটওয়ার্কের সমস্যা। কাস্টমার কেয়ারে ফোন করলাম। এপ্রিল মাসের ১৩ তারিখে। ওরা আমাকে মোবাইল সেট পরিবর্তন করতে বলল, সফ্টওয়্যার নতুন করে সেটাপ দিতে বলল, ক্যাবল পরিবর্তন করতে বলল, ইত্যাদি ইত্যাদি। আমি একটা একটা করে আবারো করলাম। দুদিন পর পর আবারো আগের অভিযোগের কথা বলি। প্রতিদিন নতুন নতুন কাস্টমার ম্যানেজারের সাথে কথা হয়। প্রত্যেকেই একই কথা বলতে চায়। আমি বলি ভাই, এগুলো করেছি, নতুন কিছু আছে কিন সেটা বলেন। নাহ, কিছুতেই কিছু হয় না। বন্ধুদের সাথেও আলাপ করতে বাকি রাখি না। কোডার ভাইও বলে আমার সেটে সমস্যা।

অবশেষে কাস্টমার কেয়ার থেকে অভিযোগটি নেটওয়ার্ক টীমের কাছে হস্তান্তর হয়। নেটওয়ার্ক টীমের একজন আমাকে ফোন করে সেটের সফটওয়ার নতুন করে ইন্সটল করতে বলে, ওএস ইন্সটল করতে বলে। আমি বলি- ভাই, এতদিন পর এই কথা শোনানোর জন্য আপনি ফোন করেছেন? বেচারা একটু নাখোশ হয় আমার উপর। দু দিন পর পর আমার ফোন চলতেই থাকে। ওরা থেমে গেলেও আমি থামি না।

একদিন আমার বাসায় এক লোক আসে গ্রামীণফোন থেকে। এসে বলে- আপনি ইন্টারনেট লাইন স্লো পাচ্ছেন, এরকম একটি অভিযোগ আছে । আমি সেটা পরীক্ষা করতে এসেছি।
আমি মনে মনে বলি- মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইকা যাই। কাস্টমার ম্যানেজারদের সাথে যতবার কথা হয়েছে, আমি বার বার বলে দিয়েছি আমার ইন্টারনেট লাইন স্লো না। সমস্যা হচ্ছে বার বার ডিসকানেক্ট হয়ে যায়।
লোকটা বলল- আমি যে অভিযোগ নিয়ে এসেছি সেটা ছাড়া অন্য অভিযোগের পরীক্ষা করার জন্য আমি প্রস্তুত না।

কি আর করা। কিছুক্ষণ থেকে লোকটা চলে গেল। বলে গেল- আপনার অভিযোগ আমি কর্তৃপক্ষকে জানাবো।
আবার আমার ফোন করার পালা শুরু। কাস্টমার কেয়ারে দু দিন পর পরই ফোন করি। আমার ধৈর্য আছে বলা যায়। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় আমার ইন্টারনেট লাইনের তাতে কিছু যায় আসে না। আমিও নাছোড় বান্দা। দু দিন পর পর ফোন করি আর কাস্টমার ম্যানেজারদের কাছ থেকে আশ্বাসের বানী শুনি। অনেকেই মনে মনে ভাবছেন মেয়ে কাস্টমার ম্যানেজারদের সাথে কথা বলতে ভালই লাগে। নাহ, ইন্টারনেট টীমে কোনো মেয়ে কাস্টমার ম্যানেজার নেই মনে হয়। আমি পাইনি। একদিন এক কাস্টমার ম্যানেজার বললেন- আপনার অভিযোগের সমাধান ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, অথবা আমাদের পক্ষ থেকে জানানো হবে কতদিন লাগবে এই সমস্যা সমাধান করতে। নাহ, বেশ কয়েকটা ৪৮ ঘন্টা চলে গেল। কিন্তু ফোনও আসলো না, আমার সমস্যা সমাধানও হলো না। আমি বট বৃক্ষের মত ধৈর্যশীল, আবার ফোন করি।

একদিন সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত দেখি একবারও ডিসকানেক্ট হলো না। আগস্ট মাসের ৪/৫ তারিখ হবে আমার ঠিক মনে নেই। আমি মনে মনে প্রভুকে ধন্যবাদ দেই। আবার ভাবি এত তাড়াতাড়ি সমাধান হয়ে গেল? হ্যাঁ তাইতো দেখি, ডিসকানেক্ট হয় না। তার পর থেকে আজ পর্যন্ত ৩ বার ডিসকানেক্ট হয়েছে।

আমি আল্লহকেই ধন্যবাদ দেই। গ্রামীণফোনকে নয়। ৪ মাস পর ডিসকানেক্ট সমস্যার সমাধান পেয়ে গ্রামীণফোনকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না।

প্রজন্ম ফোরামে প্রকাশিত


Comments

20 responses to “ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস”

  1. তারপরও গ্রামীণের ইন্টারনেট চালাচ্ছেন? ধৈর্য বটে আপনার!

  2. amaro ey problem hoy. Gp-te phone koreo kono lab hoy ney. Din-e 10/12 bar line kate.

  3. ধৈর্য সহকারে কাস্টমার কেয়ারে (১২১১৫) ফোন করতে থাকেন। একদিন দেখবেন গ্রামীণের লোক আসবে দেখার জন্য। তারপরও আপনাকে ফোন করতে হবে।

  4. most of the company in our country doesn’t know how to provide service.. very sad!

  5. Amar Aktel line age onek speed petam abong line kattona kintu ekon speed kossoper moto r line kate gontai 5/6 bar khub sommosai asi. GP to Assas dai kintu aktel to tao daina. Faltu kompany khali fao taka nai. Kono service to durer kotha customer care kono help korena. Jai hok tar poro aktel Sim use korsi.

  6. আমি তো কিছুদিন আগেই গ্রামীণ ছেড়ে বাংলালিংক নিলাম! এখন বাংলালিংকে সবসময় ২৪-২৫ কেবিপিএস পাচ্ছি। B-)

  7. nirjhor Avatar

    aktel er line katar prob er jonno gp use korbo chinta korsilam . ei comment gulo pore ekhon ki korbo bujhte parsi na . r customer care a recruit korar age tader asolai kisu training dey kina amar doubt ase , kotha shunle mone hoi tara nijerai kokhono net use kore na .. very irritating..

  8. ami akon gp modem & gp sim use kori. Line katar problem ney. age nokia 3230 with bulethooth use kortam.
    Amar 2ta gp modem ase…2ta ek sathe use koror opey ki. Internet -e kuje deklam kintu buste parlam na kibhabe multiple modem use kora jaye.

  9. আগেও একটা মন্তব্য করেছিলাম, কিন্তু সাইটে নাই, মাইন্ড খাইলাম।
    আমি সিটিসেল ব্যবহার করি, খারাপ না।
    কাস্টমার কেয়ারে ফোন করলে লাইন পাওয়া যায় না, বিজি, যদিও বা লাইন পাওয়া যায় যন্ত্রমানবী কথা বলে, যন্ত্রের সাথে আর যাই হোক অভিযোগ চলে না। যন্ত্রের যন্ত্রণা থেকে যদি বা মুক্তি মেলে, সংযোগ মেলে কোন রক্ত-মাংসের মানবীর, তারও যান্ত্রিক হাজারো প্রশ্নে ভুলে যাই আসলে আমার অভিযোগটা কি? কোন অপারেটিং সিস্টেম, কোন মডেম, মডেল কত, কোথা থেকে কিনেছেন, হ্যান-ত্যান, ধানাই-পানাই, সর্বশেষে তারাও যন্ত্রমানবী হয়ে যান, রেকর্ড করা প্রশ্ন, স্যার, “আমি কি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি”, আরে ছাগল, তুই তো সমস্যারই সমাধান করতে পারলি না, কথা শুনেই যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে রাস্তাঘাটে কথা বলার লোকের কি অভাব, ব্যক্ক্লল।

  10. আরেক গ্রামীণ ইউজার! আফসুস!

  11. হাহাহাহাহ!!! খুব মজা পাইসি শাহরিয়ার ভাই এর কমেন্ট টা তে
    বাই দা ওয়ে, আমি কোনো রিস্ক নেই নাই, ১ বারে ব্রড ব্যান্ড নিয়া নিসি।

  12. ১ বছর ধরে গ্রামীণকে সহ্য করেছি। এখন বাংলালায়ন। সুখেই আছি।

  13. মাথা ধরে গেছে! বাংলালিংক আর গ্রামীনফোন কে নিয়ে। উফ

  14. আপনাদের যাদের অপশন আছে লাইন পরিবরতন করার তারা না হয় করলেন। আমাদের যাদের উপায় নেই তারা কি করবো? ওয়াই ম্যাক্স যারা লাইসেন্স পেয়েছে তারাত ঢাকাই ভাল করে চিনেনা। গ্রাম চিনবে কি করে। আমরা অভাগারা গ্রামিন, রবি, নিয়েই থাকি। গত মাসে রবি সংযগ নিয়ে কান্নার অবস্থা হয়েছে। হা হা হা

  15. এডিএসএল লাইন খুব আশা করে নিয়েছিলাম। ৩/৪ মাস ভালোই ব্যবহার করলাম। মনমোহন সিং বাংলাদেশ ঘুরে যাবার পর থেকে খালি লাইন কাটছে। আল্লাহই জানে ব্যান্ডউইড কি করছে?

  16. আপনার এক্সচেন্জে একটা অভিযোগ করে দেখতে পারেন। আমিও BTCL ADSL ব্যবহার করি। আমারও একই সমস্যা হচ্ছিল কয়েক দিন ধরে। অভিযোগ করার পরে সুইচ রুম থেকে ঠিক করে দিয়েছে। এখন আবার আগের মতই ভাল স্পিড পাচ্ছি।

  17. আমি আগে গ্রামিন ব্যবহার করতাম।ডিসকনেক্ট প্রব্লেম যে কত প্রকার কি কি তা হারে হারে টের পাইছি। আমি দুই তিন দিন ফোন দিসিলাম। আপনার মত একেই কথা বার বার বলত। আমি ধৈর্য হারা হয়ে শেষে Wimax নিছি। তবে আপনার ধৈর্য অনেক। আপনার মত আর কয়েক জন থাকলে,, , গ্রামিন কেন—-টেলিটক ও ঠিক হয়ে যেত।

  18. অজয় Avatar

    নেটওয়ার্ক আসে যায় এমন হওয়ার কারণ কি…?

  19. Lutfun Nessa Avatar
    Lutfun Nessa

    আমি মাঝখানে কিছুদিন বাংলালায়ন ইউজ করেছিলাম ভালোই ছিল। এর আগে পরে ব্রডবান্ড ইউস করেছি গত ১৩-১৪ বছর। কিন্তু বাসা পাল্টানোর কারনে গত ১১ মাসে ব্রডব্যান্ড সার্ভিস প্রভভাইডার তিনজন চেইঞ্জ করেছি। কিন্তু অত্যন্ত বাজে অবস্থা । কিন্তু কি করবো কিছুই বুঝতে পারছিনা। এখন বেশীরভাগ অশিক্ষিত ও মাস্তান টাইপের লোকেরা ব্রডব্যান্ড সার্ভিস প্রভভাইড করে। কিন্তু তাঁরা ক্লাইন্টকে যেনো মানুষই মনে করেনা । আমি মিরপুর একের অধীনে উত্তর পিরেরবাগে থাকি । যদি এই এলাকার জন্য ভালো কোন ইন্টারনেট/ব্রডব্যান্ড সার্ভিস প্রভাইডার থাকে প্লীজ আমায় জানাবেন। আমি খুব সমস্যায় আছি । আমার ছোট খাটো একটা বিজনেস আছে যাতে ২৪ ঘন্টাই যথাযথ স্পীডের নেট সুবিধা একান্ত প্রয়োজন …

  20. Salauddin Avatar
    Salauddin

    Gp Internet Very problem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.