সম্প্রীতির ডাক (from old blog)

(০৮ ই মার্চ, ২০০৬ রাত ১২:২১)

ছোট বেলায় কবিতা লিখে সবাইকে তাক লাগিয়ে দিতাম মন্তব্য করলেন ধানসিঁড়ি। যাক, খুব ভাল একটি কথা মনে করেছেন। অবশ্য আমি ঝাঁক ঝাঁক কবিতা লিখি না, কারণ কবিতায় নাক গলানোর মত এত সময় দেয়ার সময় হয়ে ওঠেনি। থাক ওসব কথা, তানাহলে অন্যরা আবার আমার কথার ফাঁক খুঁজতে শুরু করবেন। “এই বাচ্চা ছেলের লেখায় আবার তাক……!” এই বলে অনেকেই হয়তো খেক শিয়ালের মত হাঁক ছাড়বেন। কেউ হয়ত বলবেন “যা বেটা, এই ব্লগ থেকে ভাগ”। তখন হয়ত আমার ডাক পড়বে কতৃপক্ষের কাছে কৈফিয়ত দেয়ার জন্য।

কেউ আনন্দ পাক আর না পাক আমি কিন্তু এই পোস্টটি লিখবই লিখব। অনেকেইতো ঢাক ঢোল পিটিয়ে পোস্ট করেন। তাদের লেখায় লাখ লাখ মন্তব্য জমা পড়ে। ২৪টি বাঁক পেরিয়ে এখন জীবনের আঁক কষতে কষতেই সময় চলে যায়। ব্লগ লেখার সময় কই? তারপরেও যে দুচারটি লিখেছি তাই দেখে কেউ যদি হিংসায় জ্বলে খাক হয়ে যান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ধানসিঁড়ি কিংবা অপ বাক-এর মত জনপ্রিয় ব্লগার নই, ওয়ালী, শাহানা আপু কিংবা আড্ডাবাজতো দূরে থাক। তাছাড়া মিশো ভাই, তেলাপোকা, মুখফোড়, হাবিবমহাজন, কালপুরুষ, সুমন চৌধুরী ওনাদের মত পোস্ট আমার দ্বারা হবে না। অনেক শাক-সবজি খেয়ে ঘিলু বাড়িয়ে মাথায় টাক পড়ে গেলেও তাঁদের মত পোস্ট লিখতে পারব কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই বলে ভাববেন না আমি তাদের দিকে তীর কিংবা অস্ত্র তাক করেছি। তাঁদের জাঁক-জমকপূর্ণ ব্লগে যে পরিমাণ মন্তব্য হয় তাতে এক একটি পোস্ট মনে হয় মৌ-এর চাক। আমাকে কেউ তীর্থের কাক ভেবে ভুল করবেন না প্লিজ। আপনারা কি চান আপনাদের এক ছোট ভাই/বন্ধু কষ্ট পাক?

এবার আসল কথায় আসা যাক, গত কয়েক দিন ধরে সামহোয়ার ইন ব্লগে একজন অন্য জনের উদ্দেশ্যে যে পাঁক (কাদা) ছোড়াছুড়ি শুরু হয়েছে তা কি ঠিক? আসুন সব বিভেদ ভুলে যাওয়া যাক। সবাই সমপ্রীতির ডাক দেই ফররুখ আহমদের ভাষায়

“আয়রে তোরা ঝিমিয়ে পড়া দিনটাতে
পাখির বাসা খুঁজতে যাব এক সাথে”